আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || রাইয়াবাড়িতে সংখ্যালঘু ১৭টি পরিবারের উপর দফায় দফায় আক্রমণের প্রতিবাদে ৮টি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে রাজধানীর পুলিশ হেড কোয়ার্টারে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ডেপুটেশন প্রদানের পর এক আন্দোলনকারী জানান, দীর্ঘদিন যাবৎ উদয়পুর কিল্লাস্থিত রাইয়াবাড়িতে ১৭টি সংখ্যালঘু পরিবারের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়ি ঘরে অগ্নিসংযোগ, রাবার বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি করে দুষ্কৃতকারীরা বলে তিনি অভিযোগ করেন।