কমলাসাগড়, ২৪ আগষ্ট ।। ভাদ্র মাসের অমাবস্যা ঘিরে প্রতিবারই কমলাসাগড়ে অনুষ্ঠিত হয় ভাদ্র মেলা। দু’দিন ব্যাপী এই মেলা চলে। প্রতিবছরের মত এবছরও রবিবার (২৪ আগষ্ট) থেকে শুরু হল কমলাসাগড়ের ভাদ্র মেলা। রবিবার মেলার আনুস্টানিক উদ্ভোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাদিপতি ফকরুদ্দীন আহমেদ। রবিবার ও সোমবার দু’দিন ব্যাপী মহারাজা ধন্যমানিক্য স্মৃতি বিজরিত ঐতিহাসিক কৈলাগড় তথা কসবার মুক্তমঞ্চে ভাদ্র মেলা উপলক্ষ্যে হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদয়ন চৌধুরির তোলা ছবি।