আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || সদ্যপ্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে আয়োজিত হয় স্মরণ সভা। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি হোক কিংবা ব্যক্তি জীবনে সুরজিৎ দত্ত এমন একজন মানুষ ছিলেন যাকে কখনোই ভুলতে পারবেন না ত্রিপুরা রাজ্যের মানুষ। সর্বদাই জনসেবায় সমর্পিত সকলের প্রিয় সুনুদা চিরকাল বেঁচে থাকবেন আমাদের সকলের হৃদয়ে।