হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধে বিএমএস

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ জানুয়ারি || সম্প্রতি প্রণীত ভারতীয় ন্যায় সংহিতা ভারতে হিট অ্যান্ড রানের ঘটনার জন্য কঠোর শাস্তির প্রবর্তন করেছে৷ এই আইন অনুযায়ী একজন অভিযুক্ত ব্যক্তি মারাত্মক দুর্ঘটনা ঘটালে এবং কর্তৃপক্ষকে রিপোর্ট না করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে জরিমানা সহ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এই আইনের প্রতিবাদে বুধবার বি এম এস সংগঠনের উদ্যোগে ধর্ণা প্রদর্শন এবং আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়। বুধবার সকাল ১০টা নাগাদ এই অবরোধ সংগঠিত হয়। ভারতীয় মজদুর সংঘের অধীন ট্রাক, বাস, ছোট বড় গাড়ি এবং যানবাহনের সংগঠনের সদস্যদের নিয়ে করা হয় এই অবরোধ। এদিকে জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দু’দিকে প্রচুর পরিমানে ছোট বড় গাড়ি আটকে পড়ে। ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এদিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় অবরোধ স্থলে। প্রায় এক ঘন্টা পর পুলিশের পক্ষ থেকে উক্ত বিষয়ে যথাযথ স্থানে কথা বলার আশ্বাস প্রদান করলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*