আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি || দূর্দান্ত সাফল্য পেলো ত্রিপুরার মেয়েরা। সম্প্রতি হরিয়ানার সোনিপতে অনুষ্ঠিত চতুর্থ তম ইন্ডিয়ান ওপেন গ্ৰ্যাপলিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা রাজ্যের ইন্টারনেশানাল গ্ৰ্যাপলিং কোচ উত্তম আচার্য্য ও প্রবির দেববর্মা নেতৃত্বে ছয় জন ছেলে ও চার জন মেয়েদের মধ্যে তিন জনই খুব ভালো ফাইট করে রূপ পদক অর্জন করেছে। সোনিপতের রূষিকুল বিদ্যাপীঠের ইনডোর স্টেডিয়ামে ২৯শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত তিন দিন ব্যাপি চতুর্থ তম ইন্ডিয়ান ওপেন গ্ৰ্যাপলিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার মেয়ে রোজামি মলসুম -৪৫ কেজি, প্রিয়াংকা দেববর্মা +৭৮ কেজি ও প্রিয়া দেব নাথ +৭৩ কেজিতে তিন জনেই রৌপ্য পদক পেয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে।
গ্ৰ্যাপলিং খেলাটা অনেকটা কুস্তি ও জুডোর মতো। ভারতে এই খেলার একমাত্র গভর্নিং বডি হলো ভারতীয় গ্ৰ্যাপলিং সংঘ যা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর এফিলিয়েটেড। ত্রিপুরা টিম প্রতি বছর ঐ গ্ৰ্যাপলিং খেলার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক পদক অর্জন করে আসছে সরকারি কোন সুযোগ সুবিধা ছাড়াই। ত্রিপুরা রাজ্যের ক্রীড়া মন্ত্রীর কাছে ত্রিপুরা রাজ্যের সকল গ্ৰ্যাপলিং খেলোয়াড়দের পক্ষ থেকে আবেদন জানানো হয় এই খেলাটিকেও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ও স্কুল গেমসে যুক্ত করার জন্য।