আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি || ত্রিপুরা রাজ্যের হয়ে সোনা জিতলেন জিমনাস্ট দীপা কর্মকার। দেশের ওড়িষ্যার ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় সিনিয়র জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে দেশের সেরা মহিলা জিমনাস্ট হিসাবে সোনা জিতলেন তিনি। জানা যায়, রাজ্যের সোনার মেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকার ৪৯.৫৫ পয়েন্ট অর্জন করে ভারতের সেরা মহিলা জিমনাস্ট হিসাবে সোনা জিতেছেন।