হঠাৎ যুক্তরাষ্ট্রে ১০ লাখ কালো মানুষ উধাও!

antআন্তর্জাতিকে ডেস্ক ।। বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটির সাদা মানুষগুলোর সাথে এক সাথে অনেক আগে থেকেই আফ্রিকার বিভিন্ন দেশে থেকে গমন করা কিংবা তাদের বংশোদ্ভূতরা বসবাস করে আসছে। কিন্তু দেশটিতে সম্প্রতি প্রকাশ হওয়া ২০১০ সালের আদম শুমারির একটি রির্পোট বলছে যুক্তরাষ্ট্র থেকে অন্তত ১ দশমিক ১৫ মিলিয়ন কালো মানুষ উধাও হয়ে গিয়েছে।
তাহলে দেশটি থেকে হঠাৎ কালো মানুষগুলো কোথায় গেছে? কিংবা কেন তারা হারিয়ে গেছে? মাথায় শুধু এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এ প্রসঙ্গে নিউয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রে কালো মানুষদের কখনই মূল্যায়ন করা হয়নি বরং তাদের গুলি করে মারা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও তাদের করা হয়েছে চরম অবহেলা। এ কারণে তাদের সংখ্যা হয়ত দিন দিন কমে যাচ্ছে।
ইউনিভার্সিটি অব টেক্সাসের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বেকি পেটিটের মতে, ‘নিখোঁজদের সংখ্যা দিন দিন ক্রমেই বেড়ে যাওয়ায় খুবই আশ্চর্য হয়েছি।’
নিউ ইয়র্ক টাইমস আরো বলছে,পৃথিবীর অন্যান্য রাষ্টের চেয়ে যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার ঘটনা একটু বেশিই ঢ়টে। এখানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৫৪ বছর বয়সী ছয়জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায় না। এছাড়া ফার্গুসন ও মিসৌরীতে কমপক্ষে ১০ হাজার কৃষ্ণাঙ্গ প্রায় নিখোঁজ রয়েছে।
তাছাড়া দেশটির পুলিশের গুলিতে বছর জুড়েই শত শত কৃষ্ণাঙ্গ নিহত হতেই আছে। তাই হয়ত তারা আস্তে আস্তে অন্য কোথাও পাড়ি দিতে পারে। এমনটাই ধারণা করছে সবাই।
সূত্র: প্রেস টিভি

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*