বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জানুয়ারি ||
মাতৃহারা ছোট্ট শিশুর পাশে দাঁড়ালো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। ঘটনার বিবরণে জানা যায়, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা করমতী ত্রিপুরা ১০ দিনের একটি শিশু সন্তানকে রেখে পরলোক গমন করেছেন। এই খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের পাশে গিয়ে দাঁড়ালো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জোলাইবাড়ীতে একটি কর্মসূচীতে যোগদান করতে এসে একথা জানতে পারে। কথাটি জানার পর উনার কর্মসূচী সেরে অসহায় মাতৃ হারা শিশুটির পাশে গিয়ে দাঁড়ালেন তিনি।
এদিন এই পরিবারের পাশে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পাশাপাশি এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ শিশুটির পাশে দাঁড়ালো। শিশুটির লালন পালনের ক্ষেত্রে কোনোপ্রকারের অসুবিধা যাতে না হয় তার জন্য সকলপ্রকারের সাহায্যের পতিশ্রুতি দিলেন প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।
এদিন মাতৃ হারা শিশুটিকে দেখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, শিশুটির মা দীর্ঘ কয়েকদিন অসুস্থতায় ভূগছিলো। উনার চিকিৎসা প্রদানে এলাকার লোকজনেরা যথেষ্ট ভাবে সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছে। সকলপ্রকারের সহায়তা পেয়েও অবশেষে মৃত্যুর মুখে ঢলে পরলো করমতী ত্রিপুরা।
এদিকে বিরোধী শিবিরের কিছুসংখ্যক লোকজন অপপ্রচার করার জন্য বলছে শিশুটিকে বিক্রি করা হয়েছে যা সম্পর্ন ভিত্তিহিন। বর্তমান সময়ে শিশুটি বাড়িতে রয়েছে। সামনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে সিপিআই(এম)’র কোনোপ্রকার অস্তিস্ত থাকবেনা এইকথা ভেবে সি পি আই এম এর কিছু কর্মীরা এলাকার শান্তি নষ্ট করে অপপ্রচারের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিন দিনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার কাছ থেকে শিশুটিকে লালন পালনের সাহয্যের আশ্বাস পেয়ে খুবই খুশি পরিবারের লোকজন ও এলাকার লোকজন।