হায়দ্রাবাদে ভারোত্তলনে রৌপ্য পদক অর্জন করলেন রাজ্যের গৃহবধু অতসী বিশ্বাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়া “World Strength Lifting And Incline Bench Press” প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জয় করে ত্রিপুরা রাজ্যের মেয়ে অতসী বিশ্বাস। এছাড়াও তিনি জাতীয় স্তরে Strength Leafting এ ২০২৩ সালেই ৮০ কেজি ভারোত্তলনে স্বর্ণ ও রৌপ্য পদক, ২০২২ সালে রাজস্থানের আলবারে অনুষ্ঠিত জাতীয় স্তরের খেলায় ভারোত্তলনে দুটি স্বর্ণ পদক, ২০২১ সালে ঝাড়খন্ডে অনুষ্ঠিত জাতীয় স্তরের ভারোত্তলন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক, ২০১৮ সালে মনিপুরে অনুষ্ঠিত হওয়া নর্থ ইস্ট অলিম্পিকে ওয়েট লিফ্টং এ ব্রোঞ্জ পদক পাওয়া সহ রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক ভারোত্তলন প্রতিযোগিতায় অনেকগুলো স্বর্ন, রৌপ্য, এবং ব্রোঞ্জ পদক জয় করে দক্ষিণ ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে মনু বিধানসভার কলাছরার কলাপানিয়া ন্যাচারাল পার্ক সন্নিকটে রামগোয়া গ্রামের বিজয় রায়ের সহধর্মিণী ত্রিপুরার গর্বের মেয়ে অতসী বিশ্বাস। উনার এই পদক জয়ে স্বভাবতই রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*