আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা শুধুমাত্র পেশাদার ব্যবসায়ী হিসেবেই রোজগার করে যাচ্ছেন না। তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন। প্রতিটি বাজারেই বর্তমানে দেখা যায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। এরকম একটি বাজার হচ্ছে রাজধানীর মঠ চৌমুহনীস্থিত ধলেশ্বর বাজার। সেই বাজারে চলছে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব।
শনিবার গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবকে সামনে রেখে আপনঘর বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর মনি মুক্তা ভট্টাচার্য, কর্পোরেটর সীমা দেবনাথ, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।
