সানরাইজার্স হায়দারবাদের কাছে ১৬ রানে হারল কলকাতা নাইট রাইডার্স

khlস্পোর্টস ডেস্ক ।। জয়ের হ্যাটট্রিক হল না। বদলে বিশাখাপত্তনামে পরাস্ত হতে হল নাইট রাইডার্সকে। বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সানরাইজার্স হায়দারবাদের কাছে হারতে হল গৌতম গম্ভীরের দলকে। এবারের আইপিএলে তাদের পঞ্চম ম্যাচটা একদম ভাল গেল না নাইটদের। এর আগের চারটে ম্যাচে ফলাফল যাই হোক অধিকাংশ সময়ই জয়ী দলের মত দেখিয়েছে গম্ভীরের দলকে। কিন্তু বিশাখাপত্তনামের আবহাওয়ার মত উথাপ্পা, পাঠানদের এদিন দেখাল বেশ ন্যাতানো। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে (রাসেলের ইনিংসের সময়টুকি বাদ দিয়ে) ম্যাচ বের করে নিয়ে গেল ডেভিড ওয়ার্নারের দল।
ম্যাচের শুরুটা হচ্ছিল ওয়ার্নার ঝড় দিয়ে, আর শেষটা হল হায়রাদবাদের বোলারদের দুরন্ত বোলিং দিয়ে। মাঝখানে জ্বালিয়ে ছাড়ল বৃষ্টি। যে বৃষ্টিটা নাইটদের কাজটা আরও কিছুটা কঠিন করে দিয়েছিল। সুনীল নারিন চূড়ান্ত ব্যর্থ। ওয়ার্নারের ৫৫ বলে ৯১ রানের ইনিংসটা ম্যাচের দিশা দেখিয়ে দেখিয়েছিল। তেমনই রান তাড়া করতে নেমে মনীশ পান্ডের ইনিংসটা ছিল দিশাহীন। ১২ ওভারে ১১৮ রান করলে জয় আসবে এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে সেট হয়েও মোক্ষম সময়ে বড় শট নিতে পারলেন না মনীশ।
যদিও ম্যাচের টার্নিং পয়েন্ট আন্দ্রে রাসেলের উইকেটটাই। রাসেল যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ম্যাচে ছিল নাইটরা। পরপর দুটো ছক্কা হাঁকিয়ে রাসেল ম্যাচ নিজেদের দিকে এনি দিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ আউট হয়ে ফিরে যেতে হয় এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে (১০ বলে ১৯)। রাসেল ফিরে যাওয়ার পর আশা ছিল না। বাস্তবেও হল না। প্রায় উড়ে যাওয়া ম্যাচে নাইটদের আক্ষেপ রাসেলের আউট নিয়ে। তবে হার নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ গম্ভীর। নাইঠ শিবির বলছে ‘ওয়ান ব্যাড ডে ইন অফিস’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*