বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ জানুয়ারি || আগামী ২২শে জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন করা হবে। রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে উদয়পুর বেলতলীর বাসিন্দা মাধাই দত্ত পদযাত্রা শুরু করলো। সোমবার মাধাই দত্তকে শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজারে দেখা গেলো। মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আগামী ২২শে জানুয়ারী রাম মন্দির উদ্ভাধন হবে, তাই তিনি সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, সাব্রুম থানা থেকে উনার পদযাত্রা শুরু করেছেন। সোমবার এই পদযাত্রা মনপাথর বাজার পর্যন্ত পৌঁছেছে। জয় সীয়ারাম, জয় জোওয়ান জয় কিষান শ্লোগানকে সামনে রেখে উনার এই পদযাত্রা। এই পদযাত্রাকে কেন্দ্র করে মাধাই দত্তের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।