আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || ফের রাজ্যে থাবা বসাচ্ছে করোনা। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ বছরের এক মহিলার। জানা যায়, এই মহিলা জিবি হাসপাতালে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কিছুক্ষন পর তার মৃত্যু হয়েছে।
এদিকে রাজ্যে নতুন করে ৩ জনের দেহে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হয়েছে ০৪ জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক মিডিয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সিপাহীজলা জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ৭টি জেলায় নতুন করে করোনা আক্রান্তের খবর নেই।