আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যায়, আসন্ন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ই জানুয়ারি রাজ্য সফরে আসছেন তিনি।
জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুরা সফরে এসে আসন্ন লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি সহ একটি জনসমাবেশে ভাষণ দেবেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের সাথে মতবিনিময় করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।