বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ জানুয়ারি || নেহেরু যুব কেন্দ্র ও কুষারঘাট তরুন সংঘের উদ্দ্যোগে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা। বুধবার এই প্রতিযোগীতার মূল থীম ছিল ‘মাই ভারত বিকশিত ভারত’। এই প্রতিযোগীতায় দক্ষিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান যুবক যুবতীরা অংশগ্রহণ করে। সকলে নিজ বক্তব্যের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের প্রতিভা সকলের সামনে উপস্থাপন করেন। অভিজ্ঞ বিচারক মন্ডলীর উপস্থিতিতে বক্তব্যের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারিদের পুরষ্কৃত করা হয়। যেসকল যুবক যুবতী এদিন প্রতিযোগীতায় বিশেষ স্থান অধিকার করেছে তাদেরকে নিয়ে আগামীদিনে রাজ্যভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার প্রেস ক্লাবের সম্পাদক বিক্রম দেবনাথ, কুষারঘাট তরুন সংঘের সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ, নহেরু যুব কেন্দ্রের কোষাধ্যক্ষ কেশব সরকার সহ অন্যান্যরা।
এদিন এই প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে অদিতি দাস, দ্বিতীয় স্থান অর্জন করে ইস্পিতা ঘোষ ও তৃতীয় স্থান অর্জন করে অসীম নাথ। নেহেরু যুব কেন্দ্র ও কুশারঘাট তরুন সংঘের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।