আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || টাকা ছিনতাই অভিযোগে আটক তিন ছিনতাইবাজ। অভিযোগ এক নায্যমূলের দোকান থেকে আড়াই লক্ষ টাকার মত ছিনতাই এবং গ্যাসের সিলিন্ডার চুরি ঘটনায় তিনজন অভিযুক্তকে আটক করে রাজধানীর এনসিসি থানার পুলিশ।
জানা যায়, এর আগেও বেশ কয়েকটি ছিনতাইবাজকে আটক করেছিল পুলিশ। তাদের সূত্র ধরেই এই তিনজন মাস্টারমাইন্ডকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ।
বুধবার এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে এন সি সি থানার ওসি সুকান্ত দেব জানান, রাজধানীর কুঞ্জবনস্থিত দীপক সাহার নায্যমূলের দোকান থেকে আড়াই লক্ষ টাকা চুরি করার লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল থানায়। সাথে উনার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল বলেও অভিযোগ। পরে লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশি তদন্তে প্রথমে তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।