আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল বিজেপি। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এবার নির্বাচনকে সামনে রেখে শুরু হয় ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন কর্মসূচি। বুধবার রাজধানীর বনমালীপুর মন্ডল অফিসের সামনে এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ৯-বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব সহ দলীয় কর্মী সমর্থকরা।