দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ এপ্রিল ।। আন্তর্জাতিক বাজারের উঠানামার সঙ্গে সঙ্গে দেশীয় বাজারেও পেট্রলের দাম কমছে বাড়ছে। দর উঠানামার সঙ্গে এমুহূর্তে রাজ্যে পেট্রলের চাহিদা আর যোগানের ফারাকে চূড়ান্ত দুর্ভোগে নাজেহাল মানুষ। পেট্রলের পাম্পে কখনো ঝুলিয়ে রাখা হচ্ছে শূন্য ভাঁড়ারের সংবাদ আবার কখনো পেট্রলের পাম্পের সামনে দু’চাকা, চার চাকার দীর্ঘ লাইনে প্রতীক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহন চালকদের। অবস্থা যে পর্যায়ে তাতে পেট্রল চালিত যানবাহন চালকরা সব কাজ বাদ দিয়ে ছুটছেন পেট্রোল সংগ্রহে। চলতে গিয়ে দুঃসহ যন্ত্রনায় মানুষ।