ব্রু রি-সেটেলমেন্টের জায়গা ও নির্মীয়মান ঘর পরিদর্শন করলেন জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ জানুয়ারি || শান্তিরবাজার মহকুমার কালা লাউগাং এলাকায় ব্রু রি-সেটেলমেন্টের জন্য ৩০ হেক্টর জায়গা নির্ধারন করা হয়েছে। যার মধ্যে ৬৩৩টি পরিবার বসবাস করবে এই জায়গায়। আগামীকাল (১২ই জানুয়ারি) প্রথম পর্যায়ে ৪০ থেকে ৫০টি পরিবারের সদস্য থাকার জন্য আসবে। এইসকল লোকজনদের বসবাসের জন্য অস্থায়ীভাবে ঘর থেকে শুরু করে শৌচালয় সবকিছু নির্মান করা হচ্ছে। এরইমধ্যে এই জায়গায় বিদ্যুৎ ও পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার যেসকল লোকজনেরা আসবেন তাদের থাকার জন্য যাতে কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হতে না হয় তার জন্য এই জায়গা ও ঘর নির্মানের কাজ পরিদর্শন করলেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তিরবাজার মহকুমাশাসক ডঃ জি শরৎ নায়ক, অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, ডি সি এম মনোজ পাল, ফুড ইনেস্পক্টর মলয় চৌঁধুরী সহ অন্যান্যরা। এদিন সকলের উপস্থিতিতে ব্রু রি-সেটেলমেন্টের জন্য নির্ধারিত কাজগুলি পরিদর্শন করলেন।

এদিন পরিদর্শন শেষে ব্রু রি-সেটেলমেন্টের বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে দক্ষিন জেলার জেলাশাসক সাজুওয়াহিদ এ জানান, শুক্রবার ৪০ থেকে ৫০টি পরিবারের লোকজন আসবে। পরবর্তী ২ মাসের মধ্যে মোট ৬৩৩টি পরিবারের লোকজন বসবাসের জন্য চলে আসবে। জেলাশাসক জানান, এই কাজের জন্য স্থানীয় লোকজনের যাতে কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হতে না হয় তারদিকেও বিশেষ নজর রাখা হয়েছে। ব্রু রি-সেটেলমেন্টকে কেন্দ্র করে জল, বিদ্যুৎ সকল প্রকারের পরিষেবার মাধ্যমে কালা লাউগাং এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*