আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || শুক্রবার সিপিআই বিলোনিয়া বিভাগীয় পরিষদের ডাকে ১’নং টিলায় অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি এবং সংসদে গণতন্ত্রের কবর দেওয়ার অভিযোগ এনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআই বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তথা পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য বিকাশ দে, সিপিআই নেতা বাবুল পাল এবং সিপিআই নেতা শ্যামল দাস।
বক্তব্য রাখতে গিয়ে সিপিআই বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বিকাশ দে বলেন, রাজ্যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার জন্য রাজ্য সরকারের কোন পদক্ষেপ নেই। অথচ রাজ্যের বিজেপি সরকার ঢাকঢোল পিটিয়ে তথাকথিত উন্নয়নের কথা বলে যাচ্ছে। তিনি বলেন, বাজারে জিনিষপত্রের দাম আকাশ ছোঁয়া। রাজ্যে আইনের শাসন তলানিতে। নেশার বাণিজ্য রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে গেছে, মাফিয়াদের তান্ডবে মানুষ জীবন নাজেহাল। তিনি অভিযোগ করে বলেন, সংসদে শুধু মাত্র সংখ্যার জোড়ে গণতন্ত্রকে দিন দিন কবর দিয়ে চলেছে বিজেপি। এর বিরুদ্ধে সবাইকে লড়াইয়ে এগিয়ে আসতে আহ্বান করেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই নেতা বাবুল পাল এবং শ্যামল দাস রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।