দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ এপ্রিল ।। বৈশাখ শুরু হতে না হতেই রাজ্য জুড়ে কালবৈশাখীর রুদ্র চেহারায় জনজীবনে রীতিমতো আতংক ছড়িয়ে পড়েছে। প্রচন্ড বেগে ঝড় মুহূর্তেই আগ্রাসী থাবায় ঘরের ছাউনী উড়িয়ে নিচ্ছে আবার কোথাও উপরে ফেলে দিচ্ছে বিশালাকার বৃক্ষ। ঝড়ের তান্ডবে সম্প্রতি বীরচন্দ্র লাইব্রেরীর সামনে পরে যায় বিশাল গাছ। বুধবার, ভূপাতিত বৃক্ষ সরানোর কাজ চলছে।