আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || শারিরীক অসুস্থ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন কাউন্সিলার তথা বিশিষ্ট বামপন্থী নেতা অসুস্থ নিশিথ দাস। শুক্রবার অসুস্থ প্রাক্তন কাউন্সিলার নিশিথ দাসকে দেখতে আইজিএম হাসপাতালে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কথা বলেন চিকিৎসকের সাথে।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, গত কিছুদিন ধরে প্রাক্তন কাউন্সিলার তথা বিশিষ্ট বামপন্থী নেতা নিশিথ দাস খুব অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উনার কেউ নেই, এই খবর শুনে এদিন আইজিএম হাসপাতালে গিয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, অসুস্থ নিশিথ দাসের চিকিৎসার খরচে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, নিশির দাস ১২নং ওয়ার্ডের ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন কাউন্সিলার ছিলেন।