আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || পৌষ মাসের সংক্রান্তির দিনে হিন্দু ধর্মের লোকেরা সকাল সকাল দেশ, দশ ও সমাজের মঙ্গল কামনার্থে নগর হরিনাম সংকীর্তনে বের হয়। উদ্দেশ্য একটাই, সমাজের সকল স্তরের মানুষজনদের মঙ্গল কামনার্থে সুন্দর সুন্দর আলপনা আঁকা বাঙ্গালি গৃহস্থের উঠোনে ধূপ ধুনো পুষ্প দিয়ে প্রার্থনা করা।
প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক এই দিনে প্রত্যেক এলাকার নবীন-প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
মকর সংক্রান্তি উপলক্ষে সোমবার রাজধানীর লঙ্কামুড়া সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন ও লুট দিতে। এদিন ইন্দ্রনগরস্থিত কালিটিলাতে দেখা যায় এরকম গ্রাম্য দৃশ্য।