আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || আজ মকর সংক্রান্তি। গ্রামে গঞ্জের অন্দরে অন্দরে দুধ, ক্ষির, গুড়, নারকেলের গন্ধে ম-ম করছে। হাড় কাঁপানো শীতে কম্বলের আরাম ছেড়ে জোর কদমে পিঠে-পুলি বানাতে ব্যস্ত বাড়ির মা-বউরা। মূলত নতুন ফসলের উৎসব বলেই এই দিনটিকে পৌষ-পার্ব্বণ হিসাবে উদযাপন করেন বাঙালিরা। এই সময়ে ঘরে ঘরে নতুন ফসল উঠে। কৃষক নতুন ধান ঘরে তোলে আনন্দের অভিব্যক্তি ব্যক্ত করতেই সেই নতুন ফসল দিয়ে তৈরি করে এই বিশেষ মিষ্টান্ন। শহরাঞ্চলে প্রায় উঠে গেছে পিঠেপুলি তৈরীর এবং খাওয়ার রেওয়াজ।
সেই রেওয়াজকের ধরে রাখতে সোমবার মকর সংক্রান্তির দিনে সকালে রাজধানীর শকুন্তলা রোডস্থিত ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে বড়দোয়ালী মন্ডল অফিসের সামনে পথচারীদের মধ্যে পিঠে পুলি তুলে দেওয়ার আয়োজন করা হয়। এদিন পথ চলতি মানুষদের হাতে পিঠেপুলি তুলে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অন্যান্যরা।