গোপাল সিং, খোয়াই, ১৬ জানুয়ারি || ২০২৪ লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে শাসক দল সাংগঠনিকভাবে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। একদিকে সেবামূলক কর্মসূচি দলীয় পতাকাকে সামনে রেখে অন্যদিকে সাংগঠনিক বৈঠক ক্রমান্বয়ে চলছে। শাসক দলের লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে তার থেকেও ১০ থেকে ১৫ শতাংশ ভোট প্রতি বিধানসভাতে বৃদ্ধি করা। তাই রাজ্যস্তরে, জেলা স্তরে এবং মন্ডল স্তরে বৈঠক চলছে।
মঙ্গলবার খোয়াই জেলা কার্যালয়ে জেলার অন্তর্গত জেলা পদাধিকারী, মন্ডল পদাধিকারী, জেলা মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক এবং মোর্চার মন্ডল সভাপতিদের নিয়ে বৈঠক শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করেন জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, মুখ্য আলোচক পৃষ্ঠা প্রমুখ ত্রিপুরা প্রদেশ ইনচার্জ সুবল ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সাধন সরকার, ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ প্রমুখ নেতৃত্ব।
পৃষ্ঠা প্রমুখ ২০১৮ সালের নির্বাচনে শাসকদলের জন্য গঠনমূলক ভূমিকা নিয়েছিল তাই বুথ স্তরে ভোটারদের কিভাবে নিজেদের অনুকূলে আনা যায় পুনর্বার এই ক্ষেত্রকে আরও মজবুত করার জন্য ইতিমধ্যে দিল্লি নেতৃত্ব সুবল ভৌমিককে দায়িত্ব দিয়েছেন। তাই জেলা ভিত্তিক ট্যুর প্রোগ্রামের অঙ্গ হিসেবে এদিনের এই কার্যক্রম। একদিকে সংগঠনের অভ্যন্তরীন কর্মকাণ্ড যেমন চলছে তেমনি প্রকাশ্য চলছে দলের পক্ষে প্রচার। পাখির চোখ লোকসভা নির্বাচন এতে কোন সন্দেহ নেই।
এদিন জেলা কার্যালয়ে বৈঠক শেষে প্রদেশ সহ-সভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সাথে কথা বলেন এবং ১০০ শতাংশ নিশ্চিত করে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রীকে রাজ্যের জনগণ উপহার দেবে বলেও উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।