আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || আগামী ২২শে জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন মন্দিরে চলছে স্বচ্ছ ভারত অভিযান। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত সৎসঙ্গ বিহারে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। এদিন এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচীতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।
পাশাপাশি, এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় মন্দির পরিসরে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসাবে রামনগর ১নং রোডে শনি মন্দিরে এবং কের চৌমুহনীতে শিব-কালী মন্দিরে সকল কার্য্যকর্তাদের সাথে সাফাই কর্মসূচিতে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।