আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || পথ দূর্ঘটনায় এনআইটি আগরতলার বাস। আহত ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকার। বুধবার সকালে কলেজে যাওয়ার পথে এনআইটি’র প্রায় এক কিলোমিটার আগে রাণীরবাজার চক বস্তা এলাকায় দূর্ঘটনার শিকার হয় বাসটি। পরে যায় একটি পুকুরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী, পুলিশ এবং এনআইটি আগরতলার এম্বুলেন্স। স্থানীয়দের সহযোগিতায় বাসের জানালা দিয়ে বের করে আনা হয় সকলকে। গুরুতর আহত হয় ৫ জন। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।