বাড়িঘরের কাজে ব্যবহৃত হচ্ছে এম্বুলেন্স, অভিযোগ চালকের বিরুদ্ধে

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জানুয়ারি || রাজ্য সরকার রোগীদের পরিষেবা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে কালিমালিপ্ত করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু লোকজন। এমনই একটি চিত্র লক্ষ্য করা যায় শান্তিরবাজারে। বাম আমলে বামেদের আশির্বাদে এম্বুলেন্সে চালকের চাকরি হাতিয়ে নিলেন বাম কর্মী সুব্রত সাহা। তিনি প্রতিনিয়ত এম্বুলেন্স নিজের কাজে ব্যবহার করে থাকে এমনটাই অভিযোগ উঠে আসছিল।
জানা যায়, তিনি বিলোনিয়া মহকুমার চোত্তাখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্স চালক হিসাবে নিযুক্ত রয়েছেন। বুধবারও তিনি শান্তিরবাজার নিজ বাসবভবনে এম্বুলেন্স নিয়ে চলে এসেছেন বলে অভিযোগ আসে। এম্বুলেন্স নিয়ে তিনি বাড়ির খরচ বহন করার অভিযোগ উঠে আসে।সংবাদমাধ্যমের ক্যামারার সন্মুখিন হবার সঙ্গে সঙ্গে উনার কাছে এম্বুলেন্স নিয়ে বাড়িতে আসার বিষয় জানতে চাইলে তিনি জানান, ব্লকে রেফারের রোগী নিয়ে এসেছেন। সুব্রত সাহার বিরুদ্ধে বিগত দিনেও নানান অভিযোগ উঠে আসছিলো। তিনি প্রতিনিয়ত গাড়ীটি বাড়িতে এসে দিন কাটায়। অপরদিকে হাসপাতালে চিকিৎসারত রোগীরা সঠিক পরিষেবা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পরে। রাজ্য সরকারকে বদনাম করতে এহেন কাজ করে যাচ্ছে সুব্রত সাহা বলে অভিযোগ। সকলে চাইছে স্বাস্থ্য দপ্তর যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে সুব্রত সাহার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*