বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জানুয়ারি || শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্দ্যোগে লোকজনদের স্বার্থে কালোবাজারী দমনে ও মেয়াদ উত্তির্ন খাবার বাজেয়াপ্ত করতে প্রতিনিত অভিযান চালানো হচ্ছে। বুধবার শান্তিরবাজার মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌঁধুরী, খাদ্য দপ্তরের কর্মী শীব শঙ্কর মজুমদার, ফুড সেফটি অফিসার সিরাজ মিয়া, ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকা চুনিলাল গোস্বামীর উপস্থিতিতে শান্তিরবাজার মহকুমার মনপাথর, বীরচন্দ্রনগর, রাজাপুর ও শান্তিরবাজার জেলা হাসপাতালের সামনে অভিযান চালানো হয়।
এদিন এই অভিযানে মনপাথর বাজার থেকে ১০টি, বীরচন্দ্র নগর থেকে ৪টি ও শান্তিরবাজার জেলা হাসপাতালের সামনে থেকে ৩টি ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। জানা যায়, এই গ্যাসের সিলিন্ডার গুলি অবৈধভাবে বিক্রি করা হয় ও কিছুসংখ্যক সিলিন্ডার দোকানের কাজে ব্যবহার করা হয়।
এদিন মনপাথর বাজার থেকে অবৈধভাবে বিক্রি করা পোট্রাল বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে প্রায় ২০ লিটার পেট্রোল বাজেয়াপ্ত করা হয়। এছারা বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তির্ন খাবার বাজেয়াপ্ত করে খাদ্য দপ্তরের আধিকারিকরা। ওজন পরিমাপ দপ্তরের উদ্দ্যোগে বিভিন্ন দোকানে ওজন মাপার মেশিন পাল্লা বাটখারা পরীক্ষা করা হয়। যাদের ওজন পরিমাপ করার মেশিন ও পাল্লা বাটখারা সঠিক নেই তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়া হয়। যাদের দোকান থেকে মেয়াদ উত্তির্ন খাবার, গ্যাসের সিলিন্ডার ও পেট্রোল বাজেয়াপ্ত করা হয় তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহন করলো খাদ্য দপ্তর।
এদিন এই অভিযান সম্পর্কে খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌঁধুরী জানান, এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে। মহকুমা প্রসাশনের উদ্দ্যোগে এই ধরনের অভিযানে সকলে দপ্তরের আধিকারিকদের সাধুবাদ জানিয়েছেন।