রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে চলছে স্বচ্ছ ভারত অভিযান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি || আগামী ২২শে জানুয়ারি, সোমবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ৫০০ বছরের প্রত্যাশা পূরণ হতে চলেছে দেশবাসীর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে গোটা দেশেই স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে।
এরই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পুর নিগমের ৩৪নং ওয়ার্ডের অন্তর্গত বটতলা শিববাড়িতে এক স্বচ্ছ ভারত অভিযানে আয়োজন করা হয়। এদিনের এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপি কার্যকর্তারা।
এদিন আগরতলা পুর নিগমের ৩৬নং ওয়ার্ডের উদ্যোগে দক্ষিণ জয়নগরস্থিত শিবমন্দিরে কার্যকর্তাদের মাঝে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। এদিনের এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
আগামী ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শনিবার আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে এক শোভা যাত্রার আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে সামনে রেখে শনিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ৭-রামনগরের মন্ডল সভাপতি তাপস দেব, টি আর টি সি’র চেয়ারম্যান বলাই গোস্বামী, ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা দেব সহ আরো অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*