বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ জানুয়ারি || রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধীর লক্ষ্যে দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে উন্নতমানের প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। যার মধ্যে সাউথ আমেরিকান কান্ট্রির পেরো থেকে উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। এই উন্নতমানের বীজগুলি রাজ্যের বিভিন্নপ্রান্তে কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। যার মধ্যে দক্ষিন ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বেতাগা এলাকায় কৃষকদের মধ্যে এই উন্নতমানের বীজ দেওয়া হয়েছে। এই বীজ থেকে কি পরিমানে আলুর ফলন হচ্ছে ও কৃষকদের মতামত জানতে শুক্রবার বেতাগা এলাকায় ছুটে যান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি সরোজমিনে গিয়ে আলু লাগানো জমি পরিদর্শন করেন এবং এই আলু রোপনের বিভিন্ন উপকারিতা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। বেতাগা এলাকায় এই পরিদর্শনে কৃষি মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, কৃষি দপ্তরের অধিকর্তা সরদিন্দু দাস, সহ-অধিকর্তা সুমিত কুমার সাহা, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীব সেন, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়াম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা।
বেতাগা এলাকায় কৃষিজমি পরিদর্শন শেষে মন্ত্রী ছুটে যান জোলাইবাড়ী ব্লকের অধীনে মুহুরীপুর এলাকায়। সেখানে গিয়ে উন্নতমানের ধান চাষের কাজ পরিদর্শন করেন কৃষি মন্ত্রী রতন লালা নাথ। এই পদ্ধতিতে ধান চাষ করে কৃষকরা বিষেশ উপকৃত হবে। জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস প্রতিনিয়ত মাঠে গিয়ে কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। যার ফলে কৃষকরা কৃষি কাজে অনেকটা এগিয়ে যাচ্ছে। কৃষকদের এই ধরনের ব্যাপক উন্নয়নে খুবই খুশি মন্ত্রী রতন লাল নাথ। মুহুরীপুর এলাকায় গিয়ে অন্নদাতাদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী। মুহুরীপুর এলাকায় এই পরিদর্শনে মন্ত্রী রতন লাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। মুহুরীপুর এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কৃষি কাজে উন্নয়নের পাশাপাশি এলাকার বিভিন্ন দিক দিয়ে উন্নয়নের পতিশ্রুতিদেন মন্ত্রী রতন লাল নাথ।