আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || রাজধানী আগরতলা শহরে দশটি বাজারকে আধুনিকরণ বাজারের রূপান্তরিত করা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী মার্চ মাস থেকে শুরু হচ্ছে জিবি বাজার এবং বটতলা বাজারের আধুনিকীকরণের কাজ। পুরো বাজারটাকে সংস্কার করার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম এবং স্মার্ট সিটি প্রকল্প।
রবিবার জিবি বাজার পরিদর্শনে দিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। যেহেতু বটতলা এবং জিবি বাজারে অনেক ব্যবসায়ী রয়েছে তাদের যেন ব্যবসা করার সুযোগ থাকে সেদিকে নজর রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন জিবি বাজার পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের বিভিন্ন কর্পোরেটর, বিভিন্ন আধিকারিক এবং ব্যবসায়িরা।