জাতীয় ডেস্ক, অযোধ্যা, ২২ জানুয়ারি || দীর্ঘ ৫৫০ বছরের বহু ত্যাগের পর অবশেষে অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দির। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় রামমন্দিরের গর্ভগৃহে রামের মূর্তির চোখের বাঁধন খুলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী।
পুজো শেষে রামলালাকে প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেন তিনি।
এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রাম মন্দিরের গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আবন্দীবেন প্যাটেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএএস) প্রধান মোহন ভাগবত।
পূজোর সময় বায়ুসেনার জোওয়ানরা হেলিকপ্টার নিয়ে রাম মন্দিরের উপর পুস্প বৃষ্টি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব শেষে রামমন্দির থেকে বের হয়ে মন্দির চত্বরে মহারাজের হাতে চরণামৃত পান করে ১১ দিনের উপোষ ভাঙেন প্রধানমন্ত্রী। এখানে হাত জোড় করে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি।
এরপর সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কয়েক শতাব্দী পর আমাদের প্রভু রাম ফিরে এলেন। আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে। কিন্তু আবেগে কন্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এটা পবিত্রতম সময়। প্রভু রাম আমাদের আশীর্বাদ করছেন। আজকের সূর্য এক অদ্ভুত আভা নিয়ে এসেছে। ২২ জানুয়ারি ২০২৪ কোনও তারিখ নয়, এটা নয়া কালচক্রের সূচনা। হাজার বছর পরও মানুষ এই দিনের কথা বলবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ত্যাগ-তপস্যায় নিশ্চই কিছু খাদ ছিল। তাই আমরা এতদিন এই কাজ সম্পূর্ণ করতে পারিনি। আজ সেই খাদ পূর্ণ করতে পেরেছি আমরা। এই দেরির জন্য প্রভু রাম নিশ্চই আমাদের ক্ষমা করবেন।
জন সমাবেশে ভাষণ দেওয়ার পর, অযোধ্যায় ভগবান শিবের পুজো করলেন প্রধানমন্ত্রী মোদী। ফুল দিলেন জটায়ু পাখিকেও। এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় পরিদর্শন করেন তিনি। যে স্থানটিতে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল বলে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন।
রাম মন্দিরের নির্মাণকর্মীদের উপর পুষ্প বর্ষণ করলেন প্রধানমন্ত্রী।
সোমবার রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় ব্যাপক আয়োজন করা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় ৮০০০ আমন্ত্রিত অতিথি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চলচ্চিত্র তারকা, শিল্পপতি ও ক্রিকেট তারকারাও রয়েছেন।
জানা যায়, ৭০ একরের একটি কমপ্লেক্সের ৭ দশমিক ২ একর জায়গাজুড়ে তিন তলা রাম মন্দিরটি বানানো হয়েছে। নির্মাণে ব্যবহার করা হয়েছে গোলাপি চুনাপাথর ও কালো গ্রানাইট পাথর। আর এতে ব্যয় হয়েছে ২১ কোটি ৭০ লক্ষ টাকা।
এদিন অকাল দীপাবলি ও হোলিখেলা হয় ভারতবর্ষে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গোটা ভারতবর্ষের প্রায় প্রতিটা ঘরে ঘরেই জ্বালানো হয় প্রদীপ।