আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রান প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে সকল ধর্মপ্রান মানুষ। সোমবার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কর্ণেল চৌমূহনীস্থিত মেহের কালী বাড়িতেও বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। এদিন এই যজ্ঞে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রীতি মেনে মন্ত্র পাঠ করে সেখানে যজ্ঞ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, ৫০০ বছরের প্রতিক্ষার অবসান হয়েছে। রাম মন্দিরের উদ্বোধন একটা পরম আনন্দের বিষয়। এই আনন্দকে ভাষায় বুঝানো যাবে না।