সরকারি নির্দেশ কলাপাতা, ড্রাই ডে’র দিনে তেলিয়ামুড়ায় দেদার মদ বিক্রি, দেখা নেই প্রশাসনের!

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ জানুয়ারি || ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্য সরকার এক নির্দেশিকা বলে ‘ড্রাই ডে’ ঘোষনা করে রাজ্যের সকল সরকার অনুমোদিত মদের কাউন্টার সহ বার বন্ধ ঘোষণা করেছিল। কিন্তু সরকারের এই নীতি নির্দেশিকা’কে রীতিমত বুড়ো আঙ্গুল প্রদর্শন করে এদিন দিনভর এমন কি গভীর রাত পর্যন্ত তেলিয়ামুড়ায় বিলিতি মদের কাউন্টার গুলোতে চলল দেদার মদ বিক্রির ঘটনা। বিশেষ করে সংশ্লিষ্ট কাউন্টার গুলোতে শাটার ফেলে তাদের মধ্যে করে রাখা বিশেষ ব্যবস্থা (ছিদ্র) ব্যবহার করে দিনভর ‘ড্রাই ডে’ হওয়ার সুবাদে তুলনামূলক ভাবে চওড়া দামে মদ কেনার জন্য সংশ্লিষ্ট কাউন্টার গুলোর সামনে রীতিমতো দৌড়ঝাপ পরিলক্ষিত হয়। সবচেয়ে অবাক করার মত বিষয় হচ্ছে রাম মন্দির উদ্বোধনকে নিয়ে যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সার্বিক ভাবে গোটা প্রশাসন বিশেষভাবে তৎপর ছিল, সেখানে কোন সেই জাদু বল কাজ করেছে তেলিয়ামুড়াতে যেখানে প্রশাসনের নির্দেশ’কে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য ময়দানে দেখতে পাওয়া যায়নি খোয়াই জেলা প্রশাসন সহ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের কোনো কর্মকর্তাকে। এহেন পরিস্থিতি’তে একদিকে যেমন খোয়াই জেলা প্রশাসন এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনিক ভূমিকা নিয়ে নানান প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে। ঠিক এর পাশাপাশি দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের অকর্মণ্যতার জেরে সরকারি নির্দেশ তেলিয়ামুড়া’তে রীতিমত হাসির খোরাকে পরিণত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*