দেশনায়ক নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি || আজ ২৩শে জানুয়ারি, মঙ্গলবার। দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮’তম জন্মজয়ন্তী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন। কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত হয় রাজ্যের মূল অনুষ্ঠান। এদিন সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা।
এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আগরতলা শহরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই বর্নাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে। এদিনের শোভাযাত্রায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার শোভার স্থান পেয়েছে। তাছাড়া, সুসজ্জিত শোভা যাত্রার মধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয়। দেশের প্রতি যাতে মানুষের সম্মান মর্যাদা আরো বেশি বৃদ্ধি হয় তার জন্য বিভিন্ন সচেতন মূলক দিক অর্থাৎ নেশা মুক্ত ত্রিপুরা ও গৃহস্থ হিংসা মুক্ত সহ বিভিন্ন থিম তুলে ধরা হয়। এদিন শোভাযাত্রাটি পোস্ট অফিস চৌমূহনী, প্যারাডাইস চৌমূহনী, আই জি এম চৌমূহনী, ওরিয়েন্ট চৌমূহনী, কামান চৌমূহনী, নেতাজি কর্নার, নেতাজি চৌমূহনী হয়ে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*