আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || রাজ্যের বিচার বিভাগীয় ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের ন্যায়িক ব্যবস্থাকে সশক্ত করতে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় গড়ে উঠছে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জাজ (জুনিয়র ডিভিশন) অফিসের নব নির্মিত ভবন। এই নব নির্মিত ভবনটি ২৩.৪ কোটি টাকা ব্যয়ে তৈরী হচ্ছে। অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই ভবনটির কাজ ইতোমধ্যেই বহুলাংশ সম্পূর্ণ হয়েছে। শীঘ্রই মোহনপুর মহকুমার জনগনের সুবিধার্থে উদ্বোধন হবে এই ভবনটির।