আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি || ৩৪’তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার সূচনা হয় বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় রাজধানীর হাঁপানীয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৪’তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছেন দেশ বিদেশের শিল্পোদ্যোগীরা।
মেলা প্রাঙ্গণের টেক প্যাভিলিয়নে বিভিন্ন স্টলে পরিদর্শনের সময় রাজ্যের ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা দেখে মুখ্যমন্ত্রী অভিভূত হন। এই বছর স্টলের সংখ্যা ৩৮০ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০৩ করা হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়িকা মিনা রাণী সরকার, বিধায়ক রাম প্রসাদ পাল, রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।