দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ এপ্রিল ।। সাম্প্রতিক সময়ের কালবৈশাখীর ব্যপক তান্ডবে গোটা রাজ্যে সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থা ব্যপক ক্ষতির সন্মুখিন হয়েছে। রাজ্যের নানা প্রান্তে পরিবাহী লাইনের সারাইয়ের কাজে বিদ্যুৎ নিগম কর্মীরা হাত লাগিয়েছেন। আশা করা হচ্ছে ৭ থেকে ১০ দিনের ভেতর বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হবে এই আশা করছেন বিদ্যুৎমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৭ কোটি ৭৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার সারাইয়ের কাজে রাজ্যের মানুষকে বিদ্যুৎ নিগমের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রীর মানিক দে। রাজধানীর ৭৯ টিলার বিভিন্ন এলাকা সহ লিচু বাগান এলাকায়ও বুধবার থেকে বৃহস্পতিবার রাতে সংবাদ লেখা পর্যন্তও বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়নি বলে এলাকাবাসীর তরফে জানাযায়।