রাজ্যে আসছেন BJP সর্বভারতীয় সভাপতি চলছে যুদ্ধকালীন প্রস্তুতি

bjpদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ এপ্রিল ।। রাজ্য সফরে এমন সময় পদার্পণ করতে যাচ্ছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যখন ADC ভোট নিয়ে সরগরম রাজ্যের রাজনীতির আবহ। কেন্দ্রে মোদীর আগমনে রাজ্যে বিজেপি জান লড়িয়ে জমি তৈরীর চেষ্টা চলছে। BJP-র রাজ্য নেতারাও প্রায়শই মন্তব্য করেন আগামীতে তারাই হতে যাচ্ছে বিরোধী শক্তি। আসন্ন ADC নির্বাচনের ফলাফল বিজেপি’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের রাজনীতির জন্য। যদিও ছোট পরিসরের ভোট যুদ্ধ – সেই যুদ্ধকে যে বিজেপি অন্যভাবে বিচার করছে তারই প্রতিফলন অমিত শাহ্র রাজ্য সফর। BJP-র রাজ্য নেতৃত্ব কঠিন চ্যালেঞ্জ হিসেবে সর্বভারতীয় সফরকে বিচার করে জন সংযোগে নেমে পড়েছেন। ২৭শে এপ্রিল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ভাষন দেবেন অমিত শাহ। বিজেপি’র সর্বভারতীয় সভাপতির এই সফরের দিকে নিভৃতে লক্ষ্য রাখা হচ্ছে রাজনীতির ভিন্ন শিবির থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*