দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ আগষ্ট ।। ত্রি-স্তরীয় পঞ্চায়েত ভোটে মানুষের ভোটে বিজয়ের শেষে প্রজ্ঞাভবনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং ব্লক উপদেষ্টা কমিটির বিভিন্ন পদে অভিসিক্তদের সামনে ভাষন দিতে গিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় সতর্ক করে বলেছেন। যাদের ভোটে জয় এসেছে তাদের সার্বিক কল্যানে রাজনীতি যাতে বাঁধা হয়ে না দাঁড়ায়, মানুষের উন্নয়নে মূখ্যমন্ত্রী সর্বাগ্রে মনুষ্য পরিচিতিতেই বিচার করার কথা বলেছেন। দুর্নীতির বিরুদ্ধে সতর্কতার পাশাপাশি প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি। প্রজ্ঞাভবনে মূখ্যমন্ত্রীর ভাষনেই রাজ্যের হতদরিদ্র মানুষেরা আশান্বিত হবেন সেই আশা পূরনে বাস্তব কোথায় গিয়ে দাঁড়ায় – জানা যাবে আগামী দিনে।
ফাইল ছবি।