বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জানুয়ারি || দক্ষিন ত্রিপুরা জেলার উদ্দ্যান উপ-অধিকর্তার উদ্দ্যোগে মঙ্গলবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক সবজি, পুষ্প প্রতিযোগীতা এবং কৃষক প্রশিক্ষন শিবির। এদিন এই অনুষ্ঠানে চারাগাছের মধ্যে জল ঢেলে অনুষ্ঠানের শুভসূচনা করলেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, জেলার উদ্দ্যান উপ-অধিকর্তা সুমিত কুমার সাহা ও প্রজেক্ট ম্যানেজার তরুন কুমার দাস।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার কৃষকদের উন্নয়নস্বার্থে কিকি কাজ করছে তা নিয়ে আলোচনা করেন। কৃষি দপ্তর রাজ্য সরকারের উদ্দ্যশ্যেকে সাফল্যমন্ডীত করে কৃষকদের আয় দ্বিগুন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বক্তব্য শেষে দক্ষিন জেলার বিভিন্ন প্রান্তথেকে কৃষকদের নিয়ে আসা সবজি ও ফুলের প্রদর্শনী স্টলগুলির উদ্ভোধন করলেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলাসভাধিপতি সহ অন্যান্যরা। এই প্রদর্শনী দুইদিনব্যাপী চলবে বলে জানা যায়।