আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি || প্রবীণ নবীনদের এক সুতোয় বেঁধে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের ৪০ বছর পুর্তি উদযাপনের সূচনা হয়। এদিন সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সত্যব্রত চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য সুবল কুমার দে, শেখর দত্ত, বরিষ্ঠ সম্পাদক সমীরণ রায়, সমীর পাল এবং প্রদীপ দত্ত ভৌমিক। ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব দেব, অরুণ নাথ, ফুলন ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, পরিচালন কমিটির সদস্য সহ সম্পাদক, সাংবাদিক, চিত্র সাংবাদিক, পত্রিকা বিক্রেতা ও সংবাদ মাধ্যমের কর্মীরা।
এদিন রাজ্যের সংবাদ জগতের সকল অংশের মানুষের অংশ গ্রহণের মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠানটি মিলন উৎসবের চেহারা নিয়েছে। ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে উত্তরীয় পরিয়ে সকলকেই স্বাগত জানানো হয়েছে আগরতলা প্রেস ক্লাবের তরফে।
এদিন সকাল ১১টা ৩০ মিনিটে শোভাযাত্রাটি আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উজ্জয়ন্ত প্রাসাদ, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, আর এম এস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হয়। গোটা রাজপথেই রবীন্দ্রসঙ্গীতের সুরে গলা মিলিয়েছেন অনেকেই। তেমনই বাউল সঙ্গীতের সঙ্গেও নাচে মেতেছেন। প্রাণচঞ্চল শোভাযাত্রা শেষে আগরতলা প্রেসক্লাবে মধ্যাহ্ন ভোজনে অংশ গ্রহণ করেছেন সকলেই। আগামী এক বছরের কর্মসূচিতে সকলের অংশ গ্রহণের আহ্বানের মধ্যে দিয়ে শেষ হয়েছে এদিনের অনুষ্ঠান।