আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি || শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যকরন বন্ধ করা, সরকারি বিদ্যালয় বন্ধ না করা সহ ১০ দফা দাবীতে বিক্ষোভ প্রদর্শন করলো অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। বুধবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির সদস্যরা। তাদের দাবীগুলো হলঃ
১. অবিলম্বে এবং সম্পূর্ণভাবে NEP-২০২০ প্রত্যাহার করতে হবে।
২. শিক্ষার বেসরকারীকরণ ও বানিজ্যিকীকরণ বন্ধ করতে হবে।
৩. কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে ন্যূনতম GDP-এর ৬% বরাদ্ধ করতে হবে।
৪. সরকারী বিদ্যালয় বন্ধ করা চলবে না।
৫. স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ উচ্চ শিক্ষার সমস্ত প্রতিষ্ঠানে সর্বক্ষণের, স্থায়ী ও উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে।
৬. বর্তমান ক্লাসরুম শিক্ষাকে অনলাইন শিক্ষায় স্থানান্তরিত করা বন্ধ করতে হবে।
৭. বিজ্ঞান ও ইতিহাসের বিকৃতি বন্ধ করতে হবে।
৮. শিক্ষার সাম্প্রদায়িকীকরণ প্রতিরোধ করতে হবে।
৯. শিক্ষার স্বাধীকার রক্ষা করা এবং শিক্ষা পরিচালনা একেন্দ্রীকরণ বন্ধ করতে হবে।