আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || রাজধানীর মহারাণী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দু’দিনব্যাপী ৫১’তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর সূচনা হয় শুক্রবার। এবারের প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে ‘সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’। রাজ্যের প্রতিটি জেলা থেকে ৫টি করে মোট ৪০টি মডেল এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। এদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসসিইআরটি’র অধিকর্তা এন সি শর্মা, এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং স্টেট এনভায়ারনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটির চেয়ারম্যান ডঃ জওহরলাল সাহা প্রমুখ। অনুষ্ঠানে ‘কণাদ’ শীর্ষক স্মরণিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রদর্শিত মডেলগুলি ঘুরে দেখেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণের কাজে আসে এমন উদ্ভাবনী কাজে ছাত্রছাত্রীদের আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।