ত্রিপুরা পুলিশের ১৫০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে টি এস আর নবম বাহিনীর উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারী || টি এস আর নবম বাহিনীর জোওয়ানরা নিজ দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করলো নবম বাহিনী টি এস আর এর জোওয়ানরা। শুক্রবার হিচাছড়ায় অবস্থিত নবম বাহিনী টি এস আর ক্যাম্পের হেডকোয়াটারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৩০ জন টি এস আর জোওয়ানরা রক্তদানে এগিয়ে আসে।
এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের কমানডেন্ট অলক ভট্টাচার্য্য, নায়েব সুবেদার পিন্টু দাস সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের পূর্বে সকালবেলা টি এস আর জোওয়ানদের উপস্থিতিতে দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত জোওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*