তদন্ত শুরু করতে ভয় পাচ্ছে জেলা শিক্ষা আধিকারিক, কলঙ্কিত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার সম্ভাবনা!

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ ফেব্রুয়ারী || শিক্ষক দীপক কুমার দেবের অপকর্মের সংবাদ প্রকাশিত হওয়ার পরেও দীপকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে সাহস দেখাতে পারছে না খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা। এবার শিক্ষক দীপকের বিরুদ্ধে যাবতীয় তথ্যাদির ফটোকপি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্যের বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট অভিযোগ দায়ের করতে চলেছে তেলিয়ামুড়ার একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মহল। আর যদি এমনটা হয় তাহলে সবকিছু জেনেও চুপ থাকার কারণে তদন্তের বেড়াজালে পড়তে পারেন জেলা শিক্ষা আধিকারিকও।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে দায়েরকৃত অভিযোগে ২০১৫ সালের এক কলঙ্কজনক ঘটনার পুনঃ তদন্ত করার দাবীও থাকবে, সেই সঙ্গে থাকবে মাইক্রো ফাইন্যান্স বা চিটফান্ড কেলেঙ্কারির উল্লেখও। আমাদের প্রতিবেদনে এবং রাজ্যের একাধিক স্বনামধন্য পত্রিকায় তেলিয়ামুড়ার এক বনেদী বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার দেবের অপকর্মের একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু একের পর এক সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কোন এক অজ্ঞাত কারণে নিরব দর্শকের ভূমিকা রয়েছে খোয়াই জেলার শিক্ষা অধিকারী দীনেশ দেববর্মা। তবে কি খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মাও দীপকের বিরুদ্ধে তদন্ত শুরু করে ব্যবস্থা গ্রহণ করতে ভয় পাচ্ছে? নাকি দীপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে একাংশদের খুশি রাখছেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা। তবে যাই হোক সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই উপর মহলের নির্দেশে লেজে গোবরে হয়ে দীপক বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু করতে বাধ্য হবেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*