আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী || মাদকের প্রভাব, মাদকের প্রতি যুবসমাজের আকর্ষণ দিনে দিনে বেড়ে চলেছে। এর পিছনে রয়েছে বেকারত্ব, পারিবারিক কলহ, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, সহজে আনন্দ লাভের আকাঙ্ক্ষা, নীতি ও আদর্শহীনতা। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কতৃপক্ষের উদ্দ্যোগে রাজধানীর যোগেন্দ্রনগরস্থিত বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা উদ্ভোধনী আলোচনা করেন। তারপর নেশার কুফল ও তার থেকে উত্তেরন এই বিষয়ে আলোচনা করেন রূপায়ণ ফাউন্ডেশন নামক এন জি ও এর প্রতিষ্ঠাতা মাল্যবান চক্রবর্তী। লিগ্যাল সার্ভিস কি কি কাজ করে এবং কারা আইনী সহয়তা বিনামূল্যে পেতে পারে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কতৃপক্ষের আধা আইনী সেচ্ছাসেবক রাজীব কুমার পাল এবং সমাপ্তি ভাষন রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব।