নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, আহত একজন

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ ফেব্রুয়ারী || নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পরে আহত হয় একজন। ঘটনা সোমবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় পুর পরিষদ অফিস সম্মুখে জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট নাগাদ TR01H 4353 নম্বরের বলেরো গাড়ী আমবাসা থেকে কল্যানপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেংগে খাদে পরে যায়। বিকট আওয়াজ শুনে ছুটে আসে এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত কাজল চক্রবর্তী এবং চালক প্রসেনজিৎ দেবনাথকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় কাজল চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে বলে জানান চিকিৎসক। চালকের আঘাত সামান্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। দুজনেরই বাড়ি আমবাসা, কুলাই এলাকায় বলে জানা যায়। এদিকে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, অতিরিক্ত গতি থাকার কারনেই ঘটে এই দূর্ঘটনা। গাড়ির গতি বেশি থাকায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*