দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ এপ্রিল ।। ভোটের সঙ্গেই ভোট প্রস্তুতি বলে একটা পর্ব থাকে। যেখানে একেবারে প্রাথমিক পর্বে সবকটা দলের রাশভারী পোড় খাওয়া লেবেল সাঁটা কিছু মানুষ বসেন নামের তালিকা প্রস্তুতিতে, ADC ভোটের যুদ্ধে যারা ময়দানে নেমেছেন নামের তালিকা কাঁটাছেঁড়া করে অনেক আগেই বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে। তারপরেই আসে ভাবমূর্তি – এই মূর্তি মোটেও মাটির তৈরী নয়, জনমানসে যাঁদের পরিচিতি পরোপকারী, হৃদয়বান, শিক্ষিত, মার্জিত, তাঁদের কেই দলে টেনে ভোটে নামানোর প্রচেষ্টা সর্বজনবিদিত। তবে জনপ্রিয়তার জোয়ার প্রবল থাকলে কলা গাছও নাকি ভোট জয়ী হয়। এই ক্ষেত্রে আপাতঃ রাজনৈতিক দৃশ্যপটে ঘুরেফিরে সেই পুরনো প্রশ্নটাই উঠে আসছে ত্রিপুরায় আবহমান কালের ভোটের লড়াইয়ে কংগ্রেস – CPI(M) নাকি বাম প্রতিরোধে নতুন মুখ দেখা যাবে। এই প্রশ্ন অবশ্যই ভবিষ্যতের বাক্স বন্দি। ADC ভোটের লড়াইয়ে CPI(M) সামনে দাঁড়িয়ে বামের দূর্গ অক্ষত রাখার প্রশ্নে একেবারে নিশ্চিৎ – অন্যদিকে খন্ড খন্ড বিরোধীদলের তরফে বলা হয়েছে গদি দখলে পূর্ণ শক্তিতে ঝাঁপাবে সবাই। বামফ্রন্ট মনোনয়ন জমার দৌড়েও সবার আগে, শোনা যাচ্ছে রাজনীতির ময়দানে মূখ্যমন্ত্রীকে নিশানা করে যতই আক্রমন হোক, ভোট তরনী পারে পৌঁছুনর বৈঠা এবারেও থাকবে মূখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে। গনতন্ত্রের লড়াই জমে উঠুক, নেতানেত্রীর ভাষনের বুলি পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে সমতলেও অনুরনন সৃষ্টি করবে বলাই বাহুল্য।